Choose related option
মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়টি রাজধানীর মিরপুর ১ নং সেকশনে অবস্থিত । এটি অত্র এলাকার একটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৬৩ খ্রিষ্টাব্দে বিদ্যালয়টি বেসরকারি বিদ্যালয় হিসেবে প্রথমে ’বেঙ্গলি মিডিয়াম উচ্চ বিদ্যালয় ‘ নামে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৮৪ খ্রিষ্টাব্দে জাতীয়করণের পর ‘মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়’ নামকরণ করা হয়। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ৫৮ বছর অতিক্রম করেছে। বিগত প্রাথমিক শিক্ষা সমাপনী, জেএসসি ও এসএসসি পরীক্ষায় এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভাল ফলাফল অর্জন করে কৃতিত্বের পরিচয় দিয়েছে।প্রত্যক শিক্ষার্থীর মধ্যে সুনাগরিকসুলভ ব্যক্তিত্ব, উদারতা, শৃঙ্খলাবোধ, সত্যনিষ্ঠা ও দেশপ্রেম এবং আধুনিক মানসিকতা বিকশিত করে তোলাই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। প্রতিষ্ঠানের ডায়েরীতে শিক্ষার্থীদের এবং অভিভাবকদের জ্ঞাতার্থে প্রয়োজনীয় সকল তথ্য দেওয়া আছে, যা শিক্ষার্থীদেরকে সুনাগরিক এবং সুশিক্ষিত করে গড়ে তোলার পূর্ণ দিক নির্দেশনা হিসেবে কাজ করবে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণের সম্মিলিত প্রচেষ্টায় এ প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষার্থীকে সাফল্যের শীর্ষে পৌছানো সম্ভব। এ লক্ষ্যে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারি প্রধান শিক্ষক এবং সকল নিবেদিতপ্রাণ শিক্ষক নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করছি।